বিদ্যুতের সাব-স্টেশন নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা কুলটিতে। জমি বিতর্কে কাজে বাধা দেবার অভিযোগ এলাকার কয়েকজনের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে হনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পরে আবার কাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলটির রাধানগরে রাজ্য বিদ্যুৎ দফতরের একটি সাব-স্টেশন তৈরির কাজ শুরু হয়েছিল। যে জমির উপর সাব-স্টেশন তৈরি হচ্ছে সেই জমিটি তাঁদের নিজেদের বলে দাবি করে কাজে বাধার সৃষ্টি করে নুনিয়া পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। শুরু হয় বাকবিতণ্ডা। এরপর ওই দুই পরিবারের লোকজন পুলিশের উপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের সরিয়ে দেয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করে। ঘটনার পর পুলিশ পিকেট বসানো হয় এলাকায়।

জানা গেছে, যে জমি নিয়ে বিতর্ক সেই জমিটিতে বিদ্যুতের সাব-স্টেশন করার জন্য ইসিএল রাজ্য সরকারকে দেয়। কিন্তু নুনিয়া পরিবার একটি দানপত্র দেখিয়ে ওই জমিটি তাঁদের পরিবারের বলে দাবি করেন।

Like Us On Facebook