অবশেষে অমরনাথ দর্শন করে বাড়ি ফিরলেন মায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিবব্রত বসু। তবে জীবিত নন। তাঁর কফিন বন্দি নশ্বর দেহ শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় বাড়ি ফেরে। শিবব্রতবাবুর নশ্বর দেহ বাড়ি ফিরতেই শিবব্রতবাবুর স্ত্রী, পুত্র ও পুত্রবধূ সহ গোটা পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার রাতেই দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
জুন মাসের শেষ দিনে শিবব্রতবাবু বন্ধু ও সাথীদের সঙ্গে অমরনাথ দর্শনের জন্য বাড়ি থেকে বের হন। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে দূর্গম অমরনাথ দর্শন করে বাড়ি ফেরার পথে পঞ্চতরণীর বেস ক্যাম্পে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান শিবব্রতবাবু। তাঁর নশ্বর দেহ কিভাবে বাড়ি পৌঁছবে সেই ব্যপারে উৎকন্ঠায় ছিলেন ছেলে অরিজিৎ সহ গোটা পরিবার পরিজনেরা। সংবাদ মাধ্যম, দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর মহকুমাশাসকের হস্তক্ষেপে মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে রাজ্য সরকার শিবব্রতবাবুর মৃতদেহ বিশেষ ব্যবস্থাপনায় বাড়ি ফেরানোর ব্যবস্থা করে। শুক্রবার রাতে শিবব্রতবাবুর নশ্বর কফিন বন্দি দেহ বাড়ি ফেরে। শিবব্রতবাবুর মৃতদেহ আনার আগেই শিবব্রতবাবুর অন্যান্য বন্ধু ও সাথীরা বাড়ি ফিরে শিবব্রতবাবুর ব্যাগ, পোশাক সহ জিনিসপত্র শুক্রবার তাঁর পরিবারের হাতে তুলে দেন। শুক্রবার শিবব্রতবাবুর নশ্বর দেহ নিয়ে তাঁর বাকি দুই বন্ধু বাড়ি ফেরেন।