শবদাহ ঘাট থেকে বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য তুলে আনল কালনা থানার পুলিশ। ঘটনাটি কালনার পূর্ব সাতগাছিয়া মাঝের পাড়ার। রোগ যন্ত্রনা সহ্য করতে না পারায় গতকাল সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন জ্যোৎস্না ঘোষ।

শুক্রবার শবদাহের প্রস্তুতি প্রায় শেষের দিকে। সাদা কাগজে আলতার চরণ ছাপ দেয়া হয়ে গিয়েছিল। তারপর দাহর আগেই শবদাহ ঘাট থেকে বৃদ্ধার দেহ তুলে আনলো কালনা থানার পুলিশ। জানা গেছে, হৃদরোগ, সুগার ও বেশ কয়েকটি রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন কালনার পূর্ব সাতগাছিয়া মাঝের পাড়ার জ্যোৎস্না ঘোষ। বাড়ির সকলে এই প্রবীণ জ্যোৎস্না দেবীকে বাঁচাতে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু কোনো ফল হয়নি। শেষে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে নিজের শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন জ্যোৎস্নাদেবী, এমনটাই দাবি পরিবারের। এরপর বৃদ্ধার দেহ দাহ করতে নিয়ে যাওয়া হয় শবদাহ ঘাটে। কিন্তু হঠাৎ মৃতার মেয়ের অনুরোধে এই মৃত্যু নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে তার জন্য দেহ দাহ না করেই পুলিশকে খবর দেওয়া হয়। কালনা থানার পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়।

Like Us On Facebook