শনিবার সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যায় দুর্গাপুরের ওয়ারিয়া এলাকার দুই যুবক, দাবি স্থানীয় মানুষের। রবিবার সকাল পর্যন্ত উদ্ধার কাজ শুরু না হওয়ায় স্থানীয় মানুষ ক্ষোভ দেখান। তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধারকে ঘিরে এলাকা উতপ্ত হয়। জানা গেছে, নিখোঁজ বছর কুড়ির দুই যুবকের নাম বীরু চোধুরী এবং অজয় দাস।বাড়ি স্থানীয় ওয়াড়িয়া এলাকায়।
স্থানীয় মানুষের দাবি, এই দুই যুবক দুর্গাপুর ইস্পাত কারখানার জলাধারে সেলফি তুলতে গিয়ে তলিয়ে যায় শনিবার। অভিযোগ রবিবার সকাল পর্যন্ত দুই যুবকের দেহ উদ্ধার করার প্রক্রিয়া শুরু করা হয়নি। জানা গেছে, স্থানীয় ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর লোকনাথ দাসকে ঘিরে স্থানীয় মানুষ ক্ষোভ জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উদ্ধার কাজ শুরু হয়। স্থানীয় কাউন্সিলর লোকনাথ দাস বলেন আমরা তৎপরতার সঙ্গে দুই যুবকের দেহ উদ্ধারের সব রকমের চেষ্টা করছি।