বুধবারে এলাকায় বিজেপির মিছিলের পাল্টা মিছিল করে জবাব দিল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে বিজেপি পাণ্ডবেশ্বরের মানুষকে কুৎসা অপমাণ করার চেষ্টা করলে তারও জবাব দেওয়া হবে বলে জানান বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ‘কুৎসার বিরুদ্ধে’ – এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে তৃণমূলের মিছিলটি শুরু হয় পাণ্ডবেশ্বর রেলস্টেশন থেকে। বিডিও অফিস সংলগ্ন মাঠে মিছিলটি শেষ হয়। সেখানে একটি পথসভা করেন তাঁরা। মিছিলটিতে নেতৃত্ব দেন এলাকার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। প্রায় হাজার পনেরো লোক মিছিলে অংশ নিয়েছিল বলে দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

মিছিলের পর সভায় জিতেন্দ্রবাবু বলেন, ‘বুধবার সভা করে বিজেপি নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা করেছে। বিভেদ ও উস্কানিমূলক বক্তব্য রেখেছে তারা। এই মিছিলে জনজোয়ারের মাধ্যমে আমরা সেই কুৎসার জবাব দিলাম। বিজেপির নেতারা সেদিন নাকি দাবি করেছে পান্ডবেশ্বরে এবার বিজেপি জিতবে। আজকে তৃণমূলের মিছিলে জনজোয়ার প্রমাণ করে দিল পান্ডবেশ্বরের মানুষ কাদের চায় আরা কারা জিতবে। চোখে ছানি না থাকলে আশা করি বিজেপির নেতারাও আর পাণ্ডবেশ্বরে জেতার আশা করবেন না। বিজেপির নেতারা সেদিন আমার বিরুদ্ধে অভিযোগ করে বলেছিল আমি নাকি পাণ্ডবেশ্বরের মানুষকে ঘুষ দিচ্ছি। পুজোতে কাপড়, বিজয় দশমীর পর মিষ্টি, দীপাবলীর সময় মাটির প্রদীপ উপহার দেওয়া এগুলোকে ঘুষ নয় ভালোবাসা বলে। বিজেপি ভালোবাসায় বিশ্বাসী নয়, তারা হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে।’ সামনের বিধানসভা ভোটে বিজেপি মুক্ত বাংলা হবে বলে দাবি করেন জিতেন্দ্রবাবু।

Like Us On Facebook