দাবি মতো চাঁদা না দেওয়ায় এক ট্রাক চালককে বেধড়ক মারধর করল কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে। ক্ষোভে ফেটে পড়ে অন্যান্য ট্রাক চালকরা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ ছুটে গিয়ে আহত ট্রাক চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ট্রাক চালক সুভাষ রাই বলেন, ‘শুক্রবার রাত আটটা নাগাদ দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে ট্রাকের মাল খালাস করে ফেরার সময় প্রায় দশ জন স্থানীয় যুবক তাঁর ট্রাকটিকে রাস্তায় রাতের অন্ধকারে আটকে বিনা বিলে দুর্গাপুজোর নাম করে ৩০০ টাকা চাঁদা চায়। আমি অ়ক্ষমতা জানিয়ে ১০০ টাকা দিতে চাইলে ওই যুবকরা তা নিতে অস্বীকার করে। তাদের দাবি মত চাঁদা দিতে জোরাজুরি করতে করতে হঠাৎ ইট দিয়ে আমাকে মারতে থাকে এবং ট্রাকটিকে ভাঙচুর করে। আমি চিৎকার করতে থাকলে ওই যুবকরা পালিয়ে যায়।’ রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য ট্রাক চালকরা এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে দেয়। খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামাল দেয় এবং আহত ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
ট্রাক চালকদের অভিযোগ, বিভিন্ন পুজোর ছুতোয় সারা বছরই অঙ্গদপুর শিল্পতালুকে একদল দুষ্কৃতী বিনা বিলে জোরজুলুম করে চাঁদা তোলে। দাবি মতো চাঁদা না দিলে ট্রাক চালকদের মারধর করে ওই সব দুষ্কৃতীরা। ট্রাক চালকরা পুলিশি নিরাপত্তার দাবি জানান।