বৃহস্পতিবার দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রায় অংশ নেওয়ার দায়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, কেবল শাসকদলের কর্মীর মাথা ফাটিয়েই ক্ষান্ত হয়নি বিজেপি কর্মীরা, ওই তৃণমূল কর্মীর বাড়ি ও বাইক ভাঙচুর এবং এক প্রত্যক্ষদর্শী মহিলাকেও মারধর করে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতির নেতাজি নগর কলোনির ডি-ব্লকে। আহত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম ভোলা পাসোয়ান।
ভোলা পাসোয়ানের অভিযোগ, সমস্ত ঘটনা পুলিশের চোখের সামনে ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা নেয়। যদিও অভিযুক্ত বিজেপি কর্মী অতুল বাগদি তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগে ভোলা পাসোয়ান মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করায় তাঁকে মারার কথা স্বীকার করেছেন। তবে এর সঙ্গে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় অংশ নেওয়ার কোন সম্পর্ক নেই বলে দাবি করেন অতুল বাগদি।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?