বিজয় মিছিল যাওয়ার পথে দুর্গাপুরের স্টিল টাউনশিপ হস্টেল অ্যাভিনিউতে উচ্ছ্বাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা ছুটে আসেন। পশ্চিম বর্ধমান জেলার নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারিও ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসনকে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।
এদিন জিতেন্দ্র তিওয়ারি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে দোষী বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তৃণমূল কংগ্রেস কর্মীরাও এবার উপযুক্ত ব্যবস্থা নেবে, তখন কিন্তু পুলিশ কিছু বলতে পারবে না।’ এই ঘটনায় সোমবার রাতে দুর্গাপুরের স্টিল টাউনশিপ হস্টেল অ্যাভিনিউ এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ পুলিশ কর্তারা পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে। গোটা এলাকা থমথমে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে এটা শাসক দলের গোষ্ঠী কোন্দলের ফল বলে পাল্টা অভিযোগ করেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?