নির্বাচনী প্রচারে গিয়ে শাসক দলের কর্মীদের হাতে মার খাওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের আশীষ নগরে। সিপিএম সূত্রে অভিযোগ, ৩৯ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী অনিমা বিশ্বাসকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারছিলেন দলীয় কর্মীরা। এমন সময় ৩৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্খ শুভ্র মন্ডল ও তাঁর ভাই দলবল নিয়ে সিপিএম কর্মীদের প্রচারে বাধা দেন। প্রার্থী অনিমা বিশ্বাসকে হেনস্থা করা হয় এবং এসএফআই নেতা শুভজিৎ রায় কে মারধর করা হয়। মাথায় চোট লাগে শুভজিৎ-এর। শুভজিৎকে ডিপিএল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, হামলাকারীরা প্রত্যেকেই কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী। পৌর নির্বাচনে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সিপিএম প্রার্থীর কাছে পরাজয়ের ভয়ে দলীয় কর্মীদের প্রচারে আতঙ্ক ছড়াতেই এই আক্রমণ বলে অভিযোগ পঙ্কজবাবুর। পঙ্কজবাবু বলেন, কোক ওভেন থানায় একটি অভিযোগ দায়ের করা হচ্ছে। এই আক্রমণের অভিযোগে তৃণমূল নেতৃত্বের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Like Us On Facebook