চোর সন্দেহে এক শিশুকে দুর্গাপুর রেলস্টেশনের এক আরপিএফ জওয়ানের অমানবিক নির্যাতনের অভিযোগে স্থানীয় মানুষ রুখে দাঁড়ালেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুর্গাপুরের রেলস্টেশন এলাকায়।
স্থানীয় মানুষের অভিযোগ, মঙ্গলবার ডাউন দুন এক্সপ্রেসে এক মহিলার ব্যাগ হারিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে গোটা রেলস্টেশন চত্ত্বরে আরপিএফ তল্লাশি চালায়। এরপরেই স্থানীয় শিমুলতলা বস্তির এক শিশুকে স্টেশন চত্ত্বরে মাটিতে ফেলে এক আরপিএফ জওয়ান বেধড়ক মারধর করে বলে অভিযোগ স্থানীয় মানুষের। এই অমানবিক দৃশ্য দেখে উপস্থিত সকলেই ক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদ করেন। স্থানীয় মানুষের ক্ষোভের আঁচ টের পেয়ে শেষমেশ অভিযুক্ত আরপিএফ জওয়ান চম্পট দেয়। এই ঘটনায় পর স্থানীয় মানুষ আরপিএফ-এর উচ্চ পদস্থ আধিকারিকদের বিষয়টি জানান। উপস্থিত মানুষজনের অভিযোগ, কেবলমাত্র সন্দেহের বসে একটা ছোট্ট ছেলেকে এই ভাবে অমানবিক নির্যাতন করা হল। আরপিএফ গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।