আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারনারেটের পুলিশ মঙ্গলবার ফের বড়সড় সাফল্য পেল। পান্ডবেশ্বর থানার ওসি সঞ্জীব দে’র নেতৃত্বে একটি দল এদিন পান্ডবেশ্বর স্টেশন থেকে ৫৪টি চোরাই মোবাইল সহ দুই ক্যারিয়ারকে গ্রেফতার করল। জানা গেছে, ধৃতদের নাম নুমান আনসারি ও খলিল আনসারি। বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটিকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত নুমান আনসারি ও খলিল আনসারি মূলত চোরাই মোবাইলের ক্যারিয়ার বা বাহক। একটি বড়সড় চক্র এই কাজে লিপ্ত আছে। এরা চক্রের সদস্যদের চুরি করা মোবাইলগুলি টাকার বিনিময়ে রিসিভারের হাতে তুলে দিত। দুর্গাপুর ছাড়াও রাজ্যের বাইরে এদের বিরাট জাল বিস্তৃত রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ চক্রের মাথার কাছে পৌঁছতে রিসিভারের নাম বলতে চায়নি। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, ‘পান্ডবেশ্বর থানার আইসি সঞ্জীব দে কার্যত বেশকিছু দিন ধরেই মোবাইল চুরি চক্রের সদস্যদের ট্র্যাক করছিলেন। মঙ্গলবার সেই দলের দুই ক্যারিয়ারকে ধরে ফেলেন সঞ্জীব দে’র নেতৃত্বে পান্ডবেশ্বর থানার পুলিশ। ধৃত দুই মোবাইল চুরি চক্রের বাহককে এদিন উপস্থিত সাংবাদিকদের সামনে হাজির করানো হয়। জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইলগুলি শীঘ্রই আসল মালিকদের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে গোটা চক্রটিকে ধরতে জোর তৎপরতা শুরু করেছে।