দুই গৃহবধূর পারিবারিক অশান্তির মধ্যে পুলিশ অবাঞ্ছিত ভাবে ঢুকে বাড়ির এক কর্তাকে বেধড়ক মারধর করার মত মারাত্মক অভিযোগ উঠল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এক পুলিশ আধিকারিক ও তাঁর দুই সহকর্মীর বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত পুলিশ আধিকারিক ও তাঁর দুই সহকর্মীর বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদীর কাছে অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, নিউ টাউনশিপ থানার অন্তর্গত সূর্য সেন পল্লীর দুই গৃহবধূ সরস্বতী গড়াই ও গীতা গড়াই রোজকার মত পারিবারিক বিবাদে জড়িয়ে পড়েন। দুই জা যখন প্রবল বিবাদে জড়িয়ে পড়েন ঠিক তখনই পড়শিদের কেউ স্থানীয় পুলিশকে খবর দেয়। নিউ টাউনশিপ থানার এক পুলিশ আধিকারিক ও তাঁর দুই সহকর্মী এসে কোন কারণ না জেনেই দুই গৃহবধূর শ্বাশুড়ি মঙ্গলা গড়াইকে ধরে থানায় নিয়ে যেতে তৎপরতা শুরু করে বলে অভিযোগ। এমন সময় মঙ্গলাদেবীর এক ছেলে পবন গড়াই পুলিশকে বাধা দিতে গেলে এক পুলিশ আধিকারিক পবন গড়াইকে বেধড়ক মারধর করে নাক ভেঙে দেয় বলে অভিযোগ। পবনবাবুর পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ কোন কিছু না জিজ্ঞাসা করেই পবনবাবুকে মারধর করলে পবনবাবুর নাক ভেঙে রক্তপাত হয়। রক্তপাতের প্রমাণ মুছতে পুলিশ জল ঢেলে নাকের রক্ত মুছে দিয়ে চম্পট দেয় বলে অভিযোগ পরিবারের। এরপরেই পবনবাবুর পরিবারের সদস্যরা পবন বাবুকে সংজ্ঞাহীন অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, পবনবাবুর দাদা তপন গড়াই অভিযুক্ত পুলিশ আধিকারিক সহ উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদীর কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় দুর্গাপুরে শনিবার চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুরের সিআই চন্দ্রনাথ চক্রবর্তী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেকথা স্বীকার করেছেন।

Like Us On Facebook