চিকিৎসায় গাফিলতির অভিযোগে বর্ধমানের গোদা এলাকার একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়াল। এই নিয়ে রোগীর পরিবারের লোকজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা হয়। রোগীর পরিবারের লোকজন হাসপাতাল কর্মীদের হেনস্থা করে বলে অভিযোগ। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় বর্ধমান থানায়।

জানা গেছে, গলসির এক বাসিন্দা হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়ার কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিবারের অভিযোগ, কোন বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে চিকিৎসা করান হয়নি। উল্টে লম্বা বিল ধরানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি রোগীর যথাযথ চিকিৎসা করা হয়েছে।

এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং হাসপাতালের কর্মীদের হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশি অসহযোগিতার অভিযোগ তোলেন। এর প্রতিবাদে শনিবার বিভিন্ন নার্সিংহোমের মালিক ও কর্মীরা বর্ধমানের কার্জন গেট এলাকায় বিক্ষোভ দেখান। পাশাপাশি পুলিশি অসহযোগিতার অভিযোগ তোলেন এবং বর্ধমান থানার আইসি’র অপসারণ দাবি করেন। পুলিশ প্রশাসন তাঁদের নিরাপত্তা না দিলে সমস্ত নার্সিংহোম বন্ধ করারও হুমকি দিয়েছেন তাঁরা। যদিও পুলিশ এই অভিযোগ আস্বীকার করেছে।

Like Us On Facebook