তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ কাঁকসার নতুন গ্রামে। অভিযোগ ঢাকতে অভিযুক্ত নিজেই নিজের দোকানে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১৬। এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর অভিযুক্তরা অপরাধ ঢাকতে নিজের দোকানেই আগুন ধরিয়ে দিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার কাঁকসার নতুন গ্রামের এক নাবালিকা মাঠে কাঠ আনতে গেলে গ্রামেরই কয়েকজন যুবক ঐ নাবালিকাকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার বাড়ী মানকরে। সে নতুন গ্রামে মামার বাড়িতে মামা-মামির সঙ্গে থাকত। নাবালিকা বাড়িতে এসে সব জানালে অভিযুক্তদের মধ্যে মিঠুন আঁকুড়ে নামের এক পরিচিত যুবককে নাবালিকার মামা-মামি ডেকে এই বিষয়ে প্রশ্ন করলে মিঠুন নামের অভিযুক্ত যুবক বাকিদের ডাকার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিজেদের অপরাধের নজর ঘোরাতে নিজের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে নাবালিকার পরিবারের অভিযোগ। এর পরই মিঠুনের পরিবারের পাল্টা দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনেন নাবালিকার পরিবারের বিরুদ্ধে। এদিকে কাঁকসা থানায় নাবালিকার পরিবার ধর্ষণের অভিযোগ জানাতে গেলে অভিযুক্তরা স্থানীয় শাসকদলের কর্মী হওয়ায় দলের নেতারা বিষয়টি আপস মিমাংসায় নিষ্পত্তি করার চাপ দেয় বলে নাবালিকার পরিবারের অভিযোগ। শেষমেশ অভিযোগ দায়ের করলেও অভিযুক্ত মিঠুন সহ উভয় পরিবারের মোট ১৬ জনকে কাঁকসা থানার পুলিশ আটক করে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মেয়েটির মেডিক্যাল টেস্টের জন্য শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আনা হয় বলে সূত্রের খবর। গোটা গ্রাম থমথমে।
Like Us On Facebook