প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের সংযোগ নেওয়ার পর তা সংশ্লিষ্ট ব্যক্তি যদি ব্যবহার না করে অন্য জনকে ব্যবহারের জন্য দেন তাহলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ভারত পেট্রোলিয়ামের আঞ্চলিক ব্যবস্থাপক বিভাস চন্দ্র মণ্ডল। শুক্রবার বর্ধমানে সাংবাদিক বৈঠকে বিভাসবাবু জানিয়েছেন, ২০১৬ সালের ১৪ আগষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আর্থিকভাবে অনগ্রসর মহিলাদের জন্য এই উজ্জ্বলা প্রকল্প চালু করেন। তিনি জানিয়েছেন, যে সমস্ত রাজ্যগুলিতে এসইসিসি তালিকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সংখ্যা বেশি সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প চালু করা হয়। পশ্চিমবঙ্গেও ১ কোটি ১৭ লক্ষ ৯৫ হাজার ৯৫৮ পরিবারের মধ্যে গতবছর ৫১.৫ শতাংশ উজ্জ্বলা প্রকল্পের সংযোগ দেওয়া হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এই হার বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। বর্ধমানেও এই হার বেড়ে দাঁড়িয়েছে ৫৩.৫ শতাংশ থেকে ৬৬ শতাংশে। এদিকে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের তথা মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হলেও অভিযোগ উঠেছে আর্থিক কারণেই অনেকে তা অন্যকে অর্থের বিনিময়ে দিয়ে দিচ্ছেন। এই বিষয়ে বিভাসবাবু জানিয়েছেন, এব্যাপারে তাঁরা কড়া নজর রেখেছেন। এমনকি এব্যাপারে জেলা প্রশাসনগুলিকেও তাঁরা এই এধরণের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা আবেদন জানিয়েছেন। এদিন এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বাঁকুড়া জেলার ভারত পেট্রোলিয়ামের নোডাল অফিসার অমিত দে।

Like Us On Facebook