ফি সংক্রান্ত সমস্যা নিয়ে আদালতের রায় মানছে না স্কুল, উল্টে অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের মার্কশিট দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার স্কুলের গেট বন্ধ করে দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের ভিতর আটকে রেখে দিল অভিভাবকরা। যতক্ষণ না দাবি মিটছে, ততক্ষণ স্কুলের গেট আটকে রেখে দিয়ে এই আন্দোলন চলবে বলে অভিভাবকরা জানিয়ে দিলেন। সোমবার সকাল আটটা থেকে দুর্গাপুরের ইস্পাত নগরীর অরবিন্দ বিদ্যামন্দিরের এই ঘটনায় আটকে থাকা শিক্ষক-শিক্ষিকাদের পুলিশ উদ্ধার করতে এলে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের ফি সংক্রান্ত সমস্যা নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোন কথা শুনছে না, মানছে না আদালতের রায়, উল্টে ছাত্র-ছাত্রীদের মার্কশিট আটকে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ, দাবি করছে রি-অ্যাডমিশন ফি’র, অথচ স্কুল বন্ধ, কেন এই অন্যায় দাবি তাঁরা মেনে নেবেন এই দাবিতে অনড় রয়েছেন অভিভাবকরা। শিক্ষক-শিক্ষিকাদের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু কোনোভাবেই তাঁরা আপোষ করবেন না বলে সাফ জানিয়ে দেন অভিভাবকরা। এদিকে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে, স্কুলের ভিতর আটকে রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোন কথা বলতে চায়নি।