মঙ্গলবার বর্ষীয়ান এক মহিলা ও তাঁর ছেলেকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুর নগর নিগমের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের বিরুদ্ধে। ডিএসপি টাউনশিপের সেকেন্ডারি রোডের বাসিন্দা লক্ষীরাণী ঘোষ (৭৩) দুর্গাপুর মহিলা থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ থানায় ডেকে কাউন্সিলরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সূত্র মারফৎ জানা গেছে, কাউন্সিলরের সঙ্গে পড়শি এক মহিলার ঝামেলাকে কেন্দ্র করেই এই ঘটনা। লক্ষীরাণীদেবীর অভিযোগ, সোমবার রাতে তাঁর ছেলের অনুপস্থিতিতে কাউন্সিলর কয়েক জনকে সঙ্গে নিয়ে চড়াও হয় তাঁর বাড়িতে এবং বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। তাঁর আরও অভিযোগ, তিনি মঙ্গলবার মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে থানার কাছেই ওই কাউন্সিলর এবং তাঁর অনুগামীরা তাঁকে এবং তাঁর ছেলেকে মারধর করে।
থানার কাছেই বৃদ্ধা এবং তাঁর ছেলেকে হেনস্তা করার ঘটনায় দুর্গাপুর থানার আধিকারিক বিষয়টির গুরুত্ব বুঝে কাউন্সিলরের অমানবিক আচরণে ক্ষুব্ধ হয়ে তৎক্ষনাৎ কাউন্সিলরকে থানায় ডেকে তীব্র ভর্ৎসনা করে শেষমেশ ছেড়ে দেয়। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়। অভিযুক্ত কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ অবশ্য মহিলার সমস্ত অভিযোগ অস্বীকার করে তাঁকে রাজনৈতিক ভাবে ফাঁসানোর এক বড়সড় চক্রান্ত বলে পাল্টা অভিযোগ করেন।