বছর আটচল্লিশের এক মূক-বধির মহিলাকে ধর্ষণ ও খুনের অভিযোগে সোমবার সকালে উত্তাল হল দুর্গাপুরের ৫ নং ওয়ার্ডের কাশীরাম বস্তি এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় বস্তিবাসীরা পুলিশকে ঘিরে ধরে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান।

মৃত মহিলার ছেলে সন্তোষ রুইদাসের অভিযোগ, মা মূক-বধির। রবিবার মা বাড়িতে ছিলেন। একা পেয়ে দুষ্কৃতিরা বাড়ির টালির চাল খুলে ধর্ষণ করে প্রমাণ লোপাট করতে খুন করেছে। সন্তোষ রুইদাসের মতো একই অভিযোগে সরব হলেন কাশীরাম বস্তির অন্যান্য বাসিন্দারাও। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তোষ রুইদাস পরিবারের সকলকে নিয়ে পারিবারিক এক অনুষ্ঠানে গিয়েছিলেন। মা নমিতা রুইদাস ( ৪৮) বাড়িতে একাই ছিলেন। সোমবার সকালে সন্তোষ রুইদাস বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা হাট করে খোলা, মা নমিতা রুইদাসের প্রাণহীন দেহ বিছানায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে। আর বাড়ির টালির চালের অনেকটা অংশ খোলা রয়েছে।

এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলে স্থানীয় মানুষ পুলিশকে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। স্থানীয় মানুষের অনুমান, দুষ্কৃতিরা ওই এলাকারই বাসিন্দা। সুযোগ বুঝে মূক-বধির মহিলাকে নির্যাতন করে প্রমাণ লোপাটের জন্য তাঁকে খুন করেছে এবং একাধিক দুষ্কৃতি ঘটনার সঙ্গে জড়িত। জানা গেছে, নমিতা রুইদাসের মুক ও নাক দিয়ে রক্তপাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook