এক ওষুধের দোকানের মালিক ও তাঁর ছেলেকে মারধরের ঘটনায় ফের নাম জড়াল দুর্গাপুরের ৩৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিতর্কিত প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরির। অভিযোগ, শনিবার রাতে হীরালাল বাউরির অনুগামীরা সশস্ত্র অবস্থায় ফরিদপুরের ওষুধ বিক্রেতা সত্যেন্দ্রনাথ মন্ডলকে হীরালাল বাউরির বিরুদ্ধে পুরানো অভিযোগ থানা থেকে তুলে নেওয়ার জন্য চাপ দেয়। সত্যেন্দ্রনাথ বাবু অভিযোগ তুলে নিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। বাবাকে বাঁচাতে এলে সত্যেন্দ্রনাথ বাবুর ছেলে সুমন্ত মন্ডলকেও মারধর করে গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয় হীরালাল বাউরির লোকজন বলে অভিযোগ সুমন্ত বাবুর। আহত দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সত্যেন্দ্রনাথ বাবুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও সুমন্ত মণ্ডলকে চিকিৎসকরা ভর্তি করে নেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুর ভোটের ঠিক আগেই এই ওষুধ বিক্রেতাকে মারধর করার অভিযোগ ওঠে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। দোকানের সামনে এক ক্রেতার গাড়ি দাঁড় করানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। তার জেরেই সেই সময় সত্যেন্দ্রনাথ মন্ডলকে মারধর করে হীরালাল ও তার দল বল। সেই ঘটনার সিসি টিভির ফুটেজ দেখে ফরিদপুর থানায় অভিযোগ জানালেও পুলিশ অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর সঙ্গীসাথীদের ধরেনি। ফলে বিতর্ক হয়। এর আগে একাধিক মারধর ও হুমকির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর। এর জন্য একবার হাজতবাসও হয় হীরালালের। এবারের পুরভোটে দল টিকিট দেয়নি হীরালালকে। সূত্রের খবর শনিবার ফের ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠায় শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বও খুব্ধ।
Like Us On Facebook