রবিবার রাতে দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ড পলাশডিহায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বর্ণাঢ্য প্রচার মিছিল পৌঁছলে একদল তৃণমূল কৰ্মী বিজেপির এক কর্মীকে মারধর করে এবং প্রার্থীর প্রচার কনভয়ে থাকা একটি গাড়িতে ভাঙচুর করে প্রচারের ফ্লেক্স, ব্যানার ছিড়ে দেয় বলে অভিযোগ।

বিজেপি কর্মী সুপ্রিয়া হাজরার অভিযোগ, পলাশডিহাতে রবিবার রাতে আমাদের প্রার্থী আলুওয়ালিয়াজির প্রচারকে লক্ষ করে স্থানীয় কাউন্সিলর মানস রায়ের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী তৃণমূল পার্টি অফিস থেকে বের হয়ে অতর্কিতে প্রচারের গাড়িতে হামলা চালায়। বিজেপি কর্মী সঞ্জীব চক্রবর্তীকেও ব্যাপক মারধর করে।’ অভিযুক্ত স্থানীয় কাউন্সিলর মানস রায় বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘ভুক্তভোগী মানুষ বিজেপিকে আর চায় না কেন্দ্রে, তাই বিজেপির প্রচার মিছিল পলাশডিহা পৌঁছলে স্থানীয় মানুষ সেই মিছিল পলাশডিহায় ঢুকতে না দিতে প্রতিরোধ করে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook