এক সপ্তাহ পরেই বর্ধমানে লোকসভা ভোট। আজ, সোমবার পূর্ব বর্ধমানে প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার বর্ধমান শহরের উৎসব ময়দানে প্রচার সভা করবেন অমিত শাহ। অন্যদিকে কালনার ধাত্রীগ্রাম ফুটবল মাঠে জনসভা করবেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে তিনটি জনসভা করবেন। জেলায় একই দিনে এতগুলি জনসভায় হেভিওয়েট নেতা-নেত্রীদের উপস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নেতা-নেত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কর্তাদের ঘুম ছুটেছে।
জানা গেছে, সোমবার বিকেল তিনটে নাগাদ উৎসব ময়দানে বিজেপির প্রচার সভায় আসবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি জাতীয় সড়কের পাশে বামবটতলায় তৈরি হেলিপ্যাডে নেমে গাড়িতে তেলিপুকুর হয়ে বীরহাটার সভায় আসবেন। এই সভায় বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখবেন অমিত শাহ। বিজেপির এই সভা ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। জেলা নেতৃত্ব এই সভায় ব্যাপক জনসমাগম হবে বলে দাবি করেছেন।
এদিনই কালনার ধাত্রীগ্রাম ফুটবল মাঠে জনসভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কালনায় যোগী আদিত্যনাথের সভাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সভায় ব্যাপক জনসমাগমের আশা করছে বিজেপি নেতৃত্ব। যোগী আদিত্যনাথের নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তরপ্রদেশ থেকে আসা এসপিজির একটি টিম হেলিপ্যাড থেকে জনসভা সমস্ত জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। যোগী আদিত্যনাথের এই সভাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?