আসানসোলে বিশিষ্ট গায়ক শান-এর মিউজিক কনসার্টে বাবুল সুপ্রিয়কে গান শুনতে প্রবেশের অনুমতি দিল না আসানসোল পুলিশ। পুলিশের বিরুদ্ধে এই রকমই অভিযোগ করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

বুধবার সন্ধ্যায় দুর্গাপুরে এসে বাবুল এই বিস্ফোরক অভিযোগ করেন সংবাদ মাধ্যমের কাছে। বাবুল বলেন, ‘শান আমার দীর্ঘ দিনের বন্ধু। আমরা একসঙ্গে গান করছি বহু দিন ধরে। শান আমাকে আসানসোলে ওর গানের কনসার্টে যোগ দিয়ে গান শুনতে আমন্ত্রণ করে। কিন্তু আসানসোল পুলিশ বাধা হয়ে দাঁড়ায়।’ বাবুল সুপ্রিয় আরও বলেন, ‘পুলিশ শানকে বলে বাবুল এই অনুষ্ঠানে এলে গানের অনুষ্ঠানটির লাইসেন্স পুলিশ বাতিল করে দেবে। অথচ ওই কনসার্টে আসানসোলের মেয়র সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা গান শুনতে গেলেন। আমি নোংরা রাজনীতি করতে আসিনি। তাই আজ আর আসানসোলেই ঢুকলাম না আমি দুর্গাপুরে চলে এলাম।’

Like Us On Facebook