প্রতীকি ছবি

পূর্ব বর্ধমানের মধ্যে কাটোয়াতে সুফল বাংলার প্রথম স্টল খুলতে চলেছে কৃষি বিপনন দফতর। দফতরের ‘হ্যান্ড বুক’ থেকে জানা গেছে, কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে দুগ্ধপ্রক্রিয়াকরণ প্রকল্পের জমিতেই সুফল বাংলার বিপণি তৈরি হবে। এ ব্যাপারে রাজ্য সরকারের অনুমতি মিলেছে। পূর্ব বর্ধমানে রিভিউ বৈঠকে এসে কৃষি বিপণন দফতরের মন্ত্রী তপন দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘কাটোয়াতে বিপণি তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। এ ছাড়াও এ দিনের বৈঠকে ঠিক হয়েছে বর্ধমান শহর, কালনা, মেমারি ও শক্তিগড়ে সুফল বাংলার স্টল খোলা হবে।’

বুধবার জেলা পরিষদের অঙ্গীকার হলে কৃষি বিপণন দফতরের রিভিউ বৈঠক হয়। এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের অপর এক মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, দফতরের প্রধান সচিব রাজেশ সিংহ, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতিরা।

এ দিনের বৈঠকে কৃষক বাজার গুলি নিয়েও আলোচনা হয়। জানা গেছে, যেসব কৃষাণমাণ্ডিগুলিতে এখনও বাজার চালু হয়নি সেগুলি চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে প্রশাসন। পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহসভাধিপতি দেবু টুডুর দাবি, ‘আমার ফসল আমার গোলা, আমার গাড়ি, আমার চাতালের মত কৃষি বিপণন দফতরের বিভিন্ন প্রকল্পের কাজ আমাদের জেলা ভাল করেছে বলে মন্ত্রী জানিয়ে দিয়েছেন। যেসব কৃষাণমাণ্ডিতে এখনও বাজার চালু হয় নি সেগুলির ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Like Us On Facebook