মাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার করেছেন ছেলে ও বৌমা। দুর্গাপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোনার তরী এলাকার ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, উর্মিলা বার্নওয়াল (৫৫) নামে মহিলাকে প্রায় দিনই মারধর করত তাঁর ছেলে ও বৌমা। গতকাল ওই মহিলাকে বিষ খাইয়ে মেরে ফেলে। যদিও ছেলে ও বৌমা সমস্ত অভিযোগ অস্বীকার করেন জানান, দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হচ্ছিল। হঠাৎই মা বিষ খেয়ে নেয়। তারপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের সোনার তরী এলাকায়। আসে বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে ছেলে ও বৌমাকে উদ্ধার করে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।
Like Us On Facebook