বেসরকারি নার্সিং হোস্টেলে ভুতুড়ে কাণ্ডকারখানার অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ দেখালেন ছাত্রীরা। আতঙ্কে হোস্টেল ছাড়তে চাইছেন ছাত্রীরা। দুর্গাপুরের ঘটনা। দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত বেসরকারি আই কিউ সিটি হাসপাতালের নার্সিং ছাত্রীদের হোস্টেলের ঘটনা। হোস্টেলে ঘটে চলা ভৌতিক কাণ্ড নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে প্রায় একশো জন প্রথম বর্ষের আবাসিক ছাত্রী বিক্ষোভে সামিল হন।
হোস্টেলের আবাসিক প্রথম বর্ষের ছাত্রী জেসমিন পারভীন বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে ভৌতিক কাণ্ডকারখানা শুরু হয়েছে হোস্টেলে। সন্ধ্যার পর থেকে রাতভর নানা ধরণের আওয়াজ শোনা যাচ্ছে হোস্টেলে। পায়ের ছাপ পাওয়া গেছে। যার জেরে আমার ঘুমোতে পাচ্ছি না রাতের পর রাত। এ ব্যাপারে বার বার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। হোস্টেলের অপর এক ছাত্রী বলেন, ‘রাত বাড়লেই উৎপাত শুরু হচ্ছে। কখনও পায়ের আওয়াজ, আবার কখনও নানান ভুতুড়ে আওয়াজ পাওয়া যাচ্ছে। কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ নিচ্ছে না।’
হোস্টেল ইনচার্জ শিউলি মুখার্জী জানান, কলেজের পরীক্ষার অফলাইন রুটিন দেওয়ার পর থেকে ওরা হোস্টেলে ভূত দেখতে পাচ্ছে। এ ব্যাপারে অভিভাবকদের হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ছাত্রীরা প্রস্তুত না থাকার কারণেই এমন ঘটনার কথা বলছে।’