মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী নন্দীগ্রামে গতকাল আহত হয়েছেন। দলনেত্রীর অভিযোগ, পরিকল্পিত ভাবে তাঁর উপর হামলা করা হয়েছে। তারই প্রতিবাদে গতকাল রাত থেকে রাজ্য রাজনীতি উত্তাল। সামনে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা গতকাল রাত থেকেই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
বৃহস্পতিবার সকালেও রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে দুর্গাপুরেও উত্তেজিত তৃণমূল কংগ্রেস কর্মীরা ২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দুর্গাপুরের অন্ডাল, মুচিপাড়া সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পথে বেরিয়ে মানুষ ভোগান্তির কবলে পড়েন। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে পরে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে।