.

দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদারকে রাজবাঁধ ও বাঁশকোপা টোলপ্লাজায় স্বাগত জানালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বুধবার কলকাতা থেকে দুর্গাপুরে যাওয়ার সময় তাঁকে সংবর্ধনা দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। জেতার ব্যাপারে আশাবাদী দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি বিষয়ক পরামর্শদাতা প্রদীপ মজুমদার। তিনি বলেন, ‘পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করায় আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।’ পাশাপাশি তিনি বলেন, ‘উন্নয়নই তাঁকে এবার বিপুল ভোটে জয়ী করবে।’ এদিন ভিড়িঙ্গী তৃণমূল কংগ্রেস ভবনেও প্রদীপ মজুমদার এক সাংবাদিক সম্মেলনে যোগদান করেন এবং তিনি দুর্গাপুর পূর্ব কেন্দ্রে থেকে জেতার বিষয়ে আশাবাদী বলে দাবি করেন।

Like Us On Facebook