কেবলমাত্র মঞ্চে উপবিষ্ট অতিথিদেরই নয়, প্রধানমন্ত্রীর জনসভায় আগত সকল মানুষজনকে কপালে চন্দন ও ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। শনিবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে আয়োজিত বিজেপির গণতন্ত্র বাঁচাও সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে আসা সমস্ত মানুষজনকেই বিজেপির মহিলা মোর্চার কর্মীরা নেহেরু স্টেডিয়ামের মেনগেটে সিকিউরিটি চেকিং পয়েন্টে কপালে চন্দন, গলায় উত্তরীয় পরিয়ে এবং মাথায় ফুল ছড়িয়ে অভ্যর্থনা জানানো হল।
শনিবার সকাল এগারোটা থেকেই মাঠে দূরদূরান্ত থেকে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে আসেন মানুষজন। আগত প্রত্যেক মানুষজনের জন্য পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব এদিন অভ্যর্থনার ব্যবস্থা করে। প্রধানমন্ত্রীর জনসভায় প্রবেশের আগে এইভাবে প্রত্যেক মানুষকে ফুল-চন্দন দিয়ে অভ্যর্থনার রহস্য বিষয়ে প্রশ্ন করলে আসানসোলের কাউন্সিলর তথা আসানসোল জেলা মহিলা মোর্চার সভানেত্রী আশা শর্মা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর এটা জনসভা। আমরা বাংলার প্রত্যেক মানুষকেই সম্মান করি। তাই প্রধানমন্ত্রীর জনসভায় ভাষণ শুনতে আসা প্রত্যেককেই আমরা আজ সম্মানিত করেছি কপালে চন্দন ও গলায় উত্তরীয় ও মাথায় ফুল ছড়িয়ে।