স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা মিলছে না, চিকিৎসক ছুটি দিয়ে দেওয়ার পরও রোগীদের আটকে রাখার অভিযোগ। দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ রোগীদের পরিবারের সদস্যদের। এই অভিযোগে শনিবার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের সামনে রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখালেন রোগীর পরিবার পরিজনেরা। পুলিশ এসে কোনোক্রমে সামাল দিল পরিস্থিতি।
একাধিক রোগীর পরিবারের অভিযোগ, ভর্তি করার পর মিলছে না চিকিৎসা পরিষেবা, উল্টে কিছু রোগী সুস্থ হয়ে যাওয়ার পরও তাঁদেরকে ছাড়া হচ্ছে না। অভিযোগ, রোগীর অস্ত্রপচারের কথা থাকলেও স্বাস্থ্য সাথী কার্ড দেখে মেশিন খারাপ বলে দেওয়া হচ্ছে। এমন বেশ কিছু অভিযোগে শনিবার দুপুরে কাঁকসার বামুনাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনের রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেন ভর্তি থাকা রোগীর আত্মীয়রা।রোগীদের পরিবারের সদস্যদের অভিযোগ, যদি টাকাই দিতে হয় তাহলে সরকারের স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার কি প্রয়োজন। শুধু শুধু রোগীর পরিবারের সদস্যদের হেনস্থা কেন করা হচ্ছে এই প্রশ্ন তুলে মুচিপাড়া-শিবপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং কথা বলেন রোগীর আত্মীয়দের সঙ্গে। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন রোগীর পরিজনেরা।
হাসপাতালের ডেপুটি সুপার ডা. অভিষেক চ্যাটার্জী বলেন, কিছু স্বাস্থ্য সাথী কার্ডের অ্যাপ্রুভাল না আসায় তাঁরা রোগী ছাড়তে পারেননি আর মেশিন খারাপ থাকায় কিছু অস্ত্রপচার সময়মতো করা যায়নি, আর এতেই উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা।