কাঁকসার বসুধায় লোকনাথ মন্দিরের পাশের জঙ্গল থেকে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি ময়াল সাপ উদ্ধার করলেন স্থানীয়রা। এলাকায় ময়াল সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা সাপটিকে দেখতে পান, কয়েকজন যুবক ওই সাপটিকে ধরে বস্তার মধ্যে আটকে রাখে। এবং বনদফতরকে খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বনদফতর সূত্রে জানা গেছে, সাপটিকে আগামীকাল কাঁকসার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Like Us On Facebook