দুর্গাপুরের কোকওভেন থানার অন্তগত রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকে ওষুধ প্রস্তুতকারক কারখানার গেটের সামনে মৃত কর্মীদের পোষ্যদের চাকরি না দিয়ে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগে কারখানার গেট আটকে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা সহ কারখানায় কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মীদের স্ত্রী ও সন্তানরা।

অভিযোগ, কারখানায় কর্মরত অবস্থায় মারা গেছেন এমন কর্মীর সংখ্যা প্রায় ৮ জন। বছরের পর বছর পার হয়ে গেলেও কর্তৃপক্ষ তাঁদের পোষ্যদের চাকরির কোন ব্যাবস্থায় করেনি। অথচ বর্তমানে কর্মরত কিছু কর্মীর উত্তরাধিকারীদের নিয়ম ভেঙে চাকরি দেওয়ার কথা চলছে, এটা তাঁরা মেনে নেবেন না। স্থানীয় আর মৃত কর্মীদের পোষ্যদের এই আন্দোলনের জেরে কারখানার বাইরে আটকে পড়েন বি-শিফটের কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না কর্তৃপক্ষ তাঁদের সাথে কথা বলছেন ততক্ষণ তাঁরা গেটের সামনে বসে থাকবেন, ঢুকতে দেবেন না কর্মীদেরও। পরে কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন এব্যাপারে তাঁরা স্থানীয়দের সাথে আলোচনায় বসবেন। এরপর গেটের সামনে থেকে আন্দোলনকারীরা সরে যান।

Like Us On Facebook