.

জল চাই জল দাও – এই দাবিকে সামনে রেখে দুর্গাপুর নগর নিগমের মেয়রের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করলেন ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গরম পড়তে না পড়তেই এলাকায় পানীয় জলের অভাব দেখা দিয়েছে। পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে শিল্পঞ্চল দুর্গাপুরের বিভিন্ন জায়গায়। আর তার সমাধান করতে পারছে না দুর্গাপুর নগর নিগম। এমনই অভিযোগে বুধবার দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে অংশ নিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাব্রত কুন্ড জানান, দীর্ঘ এক বছর ধরে এলাকায় জলের সমস্যা আছে, স্থানীয় কাউন্সিলরকে বারংবার জানিয়েও কোনো ফল হয়নি। তাই মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে নগর নিগমের সামনে বিক্ষোভ দেখানো হল। পরে মেয়রের মৌখিক আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও মেয়র জল না পাওয়ার দাবিকে উড়িয়ে দিয়ে জানান, ১৬ নম্বর ওয়ার্ডে প্রয়োজনমতো জল সরবরাহ করা হচ্ছে। যদি কিছু সমস্যা থাকে সেটা আমরা দেখবো।

Like Us On Facebook