ভোটের প্রাক্কালে কাঁকসার বিভিন্ন প্রান্তে চলছে তৃণমূলের নানান কর্মসূচি। সেইসব কর্মসূচির পাশাপাশি তপশিলিদের সঙ্গে ভোজ কর্মসূচিও চলছে কাঁকসার বিভিন্ন প্রান্তে। বুধবার কাঁকসা তিন নম্বর কলোনি ও কাঁকসার মাধব মাঠে তপশিলিদের সঙ্গে ভোজ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলের গলসি বিধানসভার প্রার্থী নেপাল ঘরুই। এদিন দুটি কর্মসূচিতেই নেপাল ঘরুইয়ের সমর্থনে প্রচার করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
তপশিলিদের সঙ্গে ভোজ কর্মসূচিতে যোগ দিয়ে জনসংযোগ বাড়াতে কাঁকসার মাধব মাঠে নিজের হাতে খাবার পরিবেশন করলেন এবং এলাকার মানুষের সাথে বসে দুপুরের খাবার খেলেন তৃণমূলের গলসি বিধানসভার প্রার্থী নেপাল ঘরুই। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে ব্যাট-বল হাতে ক্রিকেটও খেললেন নেপাল ঘরুই ও কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী।
অপরদিকে তপশিলিদের সঙ্গে ভোজ কর্মসূচি আসলে ভোটারদের প্রভাবিত করা। প্রচারের নামে ও কর্মসূচির নামে ডিম ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, কর্মসূচির নামে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে তারা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন লিখিতভাবে। যদিও গলসি বিধানসভার তৃণমূলের প্রার্থী নেপাল ঘরুই জানিয়েছেন তারা নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই অনুষ্ঠান করছেন।