.

শনিবার চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার দুর্গাপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বরো চেয়ারম্যান তৃণমূল নেতা সুনীল চ্যাটার্জীর উদ্যোগে এই পথ অবরোধ কর্মসূচি হয়। সগরভাঙার কলোনী মোড়ে ন’নম্বর রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান, কুশপুতুল দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। প্রায় কুড়ি মিনিট ধরে এই অবরোধ চলাতে অবরুদ্ধ হয়ে পড়ে ন’নম্বর রাজ্য সড়ক, অথচ দেখা মেলেনি পুলিশের, যার জেরে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। তৃণমূল নেতা ও দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বরো চেয়ারম্যান সুনীল চ্যাটার্জী অভিযোগ করেন, যেভাবে এই ন্যক্কারজনক কাজ করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার নিন্দার ভাষা নেই।

Like Us On Facebook