পুনর্বাসনের দাবিতে বাঁকুড়া মোড়ের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখালেন। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ে রাস্তা সম্প্রসারণের জন্য জায়গা অধিগ্রহণ করতে ডিএমসির পিডব্লুডি দপ্তর নোটিফিকেশন করতেই স্থানীয় সুকান্ত বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন এই মর্মে একটি স্মারকলিপি দুর্গাপুরের মহানাগরিককে জমাও দেন ব্যবসায়ী সমিতির সদস্যরা বলে জানা গেছে। ব্যবসায়ী সমিতির সভাপতি জীবন দাস বলেন, ‘আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু রুজি রোজগারের জন্য আমাদের পুনর্বাসন চাই। আমরা মেয়রকে অনুরোধ করেছি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। আমাদের দাবি না মানলে আগামীদিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।’
Like Us On Facebook