অস্থায়ী এক কর্মীর কর্মরত অবস্থায় মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের ডিটিপিএস কার্য্যালয়ের সামনে মৃতদেহ রেখে ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে সহ কর্মীরা মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করল। এই ঘটনায় ডিটিপিএস কার্য্যালয়ের সামনে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, গত ২৫ মার্চ দুর্গাপুরের এলঅ্যান্ডটি গেটের কাছে একটি সুউচ্চ টাওয়ারে কাজ করার সময় ডিটিপিএস-এর এক অস্থায়ী কর্মী গজানন্দ দাস (৪৬) হঠাৎ পড়ে গুরুতর জখম হন। তাঁকে দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে গজানন্দবাবু মারা যাওয়ায় তাঁর পরিবারের সদস্য ও সহ কর্মীরা ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও বাড়ির এক সদস্যকে চাকরির দাবিতে মঙ্গলবার ডিটিপিএস কার্য্যালয়ে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। পরে কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।

Like Us On Facebook