ফের রাতের অন্ধকারে দুর্গাপুরে পর পর দুটি বাড়ির গ্যারেজে ঢুকে বাইক ও গাড়িতে আগুন ধরালো দুষ্কৃতীরা। দুই বাড়ির তিনটি বাইক ও একটি সাইকেল ভস্মীভূত হয় এবং একটি চারচাকা গাড়ির আংশিক পুড়ে যায়। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের স্টিল টাউনশিপের এডিশনের একই স্ট্রিটের ৫/৫৯ ও ১০/১০ নং বাড়িতে মধ্যরাতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাইক ও চার চাকা গাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এরপরে স্থানীয় মানুষ ও দমকল আগুন নেভায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্তে নামে। এডিশনের ৫/৫৯ নং বাড়ির কর্তা চিকিৎসক অরুণ অধিকারী বলেন, ‘বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ দেখি বাড়ির গ্যারেজে আমার ও আমার ছেলের বাইক দুটি ও একটি সাইকেল দাউদাউ করে জ্বলছে। পড়শিদের সাহায্য আগুন নেভানোর চেষ্টা করি। দমকল এসে আগুন নেভায়। খুব আতঙ্কিত হয়ে পড়ি কারণ আমার তো কোন শত্রু নেই বলেই মনে করি। কিন্তু কে বা কারা এমন কাজ করল বুঝে উঠতে পারছি না। পুলিশের দ্বারস্থ হয়েছি।’ অরুণবাবু আরও বলেন, ‘চুরি বা দুর্ঘটনার কবলে পড়লে আলাদা ব্যাপার। কিন্তু যদি আগুন ধরিয়ে দেওয়া হয় সেটা তো অবশ্যই অন্য বিষয়।’ অরুণবাবু বলেন, ‘শুধু আমার একার নয় একই সময়ে আমাদের স্ট্রিটের আরও একটি বাড়ির গ্যারেজেও দুষ্কৃতীরা একটি চার চাকা গাড়ি ও একটি বাইকে আগুন ধরিয়ে দেয়।বাইকটি ভস্মীভূত হলেও চারচাকাটি আংশিক পুড়ে গেছে। পুলিশ দুটো বাড়িতেই তদন্তে এসেছিল।’
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই একই কায়দায় শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বাড়ির সামনে বা গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাইক বা গাড়িতে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিয়ে যাচ্ছে অথচ পুলিশ এই সব গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার এখনও কোন কিনারা করতে পারে নি। বৃহস্পতিবার রাতে শহরে ফের বাইক ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জনমানসে আতঙ্ক ছড়ায়।