উদ্বোধনের পথে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ

.

বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের কাজ প্রায় শেষের মুখে। উদ্বোধনের পর এই ওভারব্রিজটি জেলার গর্ব হতে চলেছে৷ রেললাইনের উপরে এই ধরণের ওভারব্রিজ গোটা দেশে প্রায় আর কোথাও নেই। বর্ধমান রেল স্টেশনের উপর শতাব্দী প্রাচীন রেলসেতুর জায়গা নিতে চলেছে এই স্টেট-অফ-দ্যা-আর্ট ঝুলন্ত রেলসেতু। এই নিয়ে বৃহস্পতিবার বিস্তারিত বৈঠক করলেন জেলাশাসক। সভায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, বর্ধমান উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ছিলেন পূর্ত দফতরের প্রতিনিধিরাও। এদিন জেলাশাসক জানান, ওভারব্রিজ চালু এবং ওই এলাকার ট্রাফিক ব্যবস্থা সহ পারিপার্শ্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তৈরি করা হয়েছে বিস্তারিত রূপরেখাও। ব্রিজের কোথায় রাস্তা পায়ে চলা পথ হবে, কোথা থেকে গাড়ি ওঠানামা করবে তা ঠিক করা হয়। তিনটি পার্কিং হবে। টোটো, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য গাড়ির জন্য। এছাড়া কোথায় শৌচাগার, কোথায় জলের ব্যবস্থা হবে তাও ঠিক করা হচ্ছে। দেখা হচ্ছে কোন ফুল, ফল, সব্জি কিংবা স্বয়ম্ভর গোষ্ঠীর দোকান করা যায় কী না। গোটা চত্বরটিকে প্লাস্টিক ও আবর্জনামুক্ত রাখতে উদ্যোগ নেওয়া হবে।

Like Us On Facebook