এবছরের উচ্চমাধ্যমিকে রাজ্যে ১১তম স্থান পাওয়া বর্ধমান টাউন স্কুলের ছাত্র দ্বৈপায়ন দুবের স্ক্রুটিনির ফলাফলকে ঘিরে বুধবার সন্ধ্যে থেকে ব্যাপক খুশির হাওয়া শহরের শিক্ষানুরাগী মহলে। এদিনই তার স্ক্রুটিনির ফলাফল হাতে আসার পর দ্বৈপায়ন দুবে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। এবছর উচ্চমাধ্যমিকে সে পেয়েছিল ৪৭৯। স্ক্রুটিনির পর তা বেড়ে দাঁড়ালো ৪৮১। স্ক্রুটিনির আবেদন জানানোর পর রসায়নে ২ নম্বর বাড়ে। একইসঙ্গে রাজ্যগত ফলাফলেও তার স্থান দাঁড়ালো নবমে। দ্বৈপায়নের গৃহশিক্ষক প্রীতম কুমার সাঁই জানিয়েছেন, দ্বৈপায়নের এই ফলাফল দেখেই স্ক্রুটিনির জন্য (পিপিএস) তাঁরা আবেদন করেন। বুধবার তাদের বিশ্বাসই প্রমাণিত হল। দ্বৈপায়নের বাবা দেবব্রত দুবে এবং মা কৃষ্ণা দুবে উভয়েই ছেলের এই সাফল্যে খুশি। খুশি টাউন স্কুলের শিক্ষকরাও। বর্তমানে সে কলকাতায় মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। উল্লেখ্য, দ্বৈপায়নের দিদি দীপান্বিতা দুবেও একজন সফল ইঞ্জিনিয়ার।

Like Us On Facebook