ফেসবুকে ভুয়ো পোস্ট ঘিরে চাঞ্চল্য। ঘটনায় গ্রেফতার বিজেপির আসানসোল জেলার আইটি সেলের কনভেনর তরুণ সেনগুপ্ত। ধৃতের বাড়ি আসানসোলের হীরাপুর থানার রাধানগর রোডে। ধৃত তরুণ সেনগুপ্ত এলাকায় জ্যোতিষী হিসাবে পরিচিত।

মঙ্গলবার গভীর রাতে আসানসোলের হীরাপুর থেকে তরুণ সেনগুপ্ত নামে আসানসোল বিজেপির আইটি সেলের কনভেনরকে গ্রেফতার করল বীরভূম জেলা সিআইডি। বীরভূমে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জ নিয়ে গত ১৭ এপ্রিল ফেসবুকে তরুণবাবু ভুয়ো তথ্য ও ভিডিও পোস্ট করেছিলেন বলে অভিযোগ।

সিআইডি সূত্রে জানা গেছে, তরুণ সেনগুপ্ত ১৭ এপ্রিল রাট ৮টা ৪৫ মিনিটে বীরভূমে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জ বিষয়ে ভিডিও সহ একটি ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল পোস্ট কার্ড নিউজ (postcard.news) তাদের সাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে সঙ্গে ওই ভিডিওটিও আ্যটাচ করে দেওয়া হয়। এরপর ২৩ এপ্রিল অল্ট নিউজ (altnews.in) তাদের সাইটে একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে যে তরুণ সেনগুপ্ত এবং পোস্ট কার্ড নিউজ বীরভূমের ঘটনার সঙ্গে যে ভিডিও জুড়ে দিয়েছেন সেটি আসলে ইউটিউব থেকে নেওয়া বেশ কয়েক বছরের পুরান ভিডিও। বীরভূমের ঘটনার সঙ্গে ওই ভিডিওর কোন যোগ নেই।

এরপর গত ২৪ এপ্রিল ওই ভুয়ো পোস্ট করার অভিযোগে বীরভূম পুলিশ তরুণ সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সিআইডির দাবি তরুণ সেনগুপ্তের ওই পোস্ট সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং প্রশাসনকে হেয় করতেই করা হয়েছিল। মঙ্গলবার মধ্যরাতে তরুণ সেনগুপ্তকে গ্রেফতার করে বুধবার তাঁকে সিউড়ি কোর্টে পেশ করা হয়।

আসানসোল বিজেপির সভাপতি তাপস রায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেফতার। তরুণবাবু গত ১৫ বছর ধরে বিজেপি’র সঙ্গে যুক্ত। দেড় বছর আগে উনি আইটি সেলের কনভেনর হন।