দুর্গাপুরের রাজবাঁধে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে মঙ্গলবার এক বিনামূল্যের দন্তচিকিৎসা শিবির হল। গৌরীদেবী মেডিক্যাল কলেজের দন্ত চিকিৎসা বিভাগের প্রধান ডা. সোমনাথ চক্রবর্তী, দন্ত বিশেষজ্ঞ ডা. রেণু শর্মা ও ডা. অন্তরা তামুলি মঙ্গলবার ১৩৮ জন রোগীর দন্ত পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা করেন। বিনামূল্যের এই দন্ত চিকিৎসা শিবিরে এদিন দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ উপস্থিত হন।
গৌরীদেবী মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, চোখ ও নাক-কান-গলা বিভাগেও ২২ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে বহির্বিভাগে রোগী দেখবেন। গৌরীদেবী মেডিক্যাল কলেজের সিনিয়র মার্কেটিং আধিকারিক সুমন্ত সামন্ত বলেন, দুর্গাপুরের গৌরীদবী হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে সারা বছর আমরা রোগীদের স্বার্থে বিভিন্ন সময় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা শিবির করি। প্রচুর রোগীদের সাড়া পাই এই সব শিবিরে। মঙ্গলবার বিনামূল্যের দন্ত চিকিৎসা শিবিরেও ভালো সাড়া পেয়েছি। ২২ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রী আই ও ইএনটি ক্যাম্পও সফল হবে বলে দাবি করেন গৌরীদেবী হাসপাতালের এই আধিকারিক।