পুলিশের তৎপরতায় স্কুল পালানো দুই ছাত্রীকে ফিরে পেল অভিভাবকরা। দুর্গাপুরের মাইকেল কলেজের পিছনের ইংরেজি মাধ্যমের বিচ উড স্কুল থেকে মঙ্গলবার স্পোর্টস ক্লাস চলার সময় পাঁচিল টপকে সপ্তম শ্রেণীর দুই ছাত্রী স্নেহা ঘোষ ও জিয়া পারভিন পালিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে স্নেহা ও পারভীনের অভিভাবকদের খবর দেয়। সিটি সেন্টার ফাঁড়িতেও একটি মিসিং ডায়রি করা হয়।

পুলিশ স্থানীয় সিটি সেন্টার এসবিএসটিসি বাসের টিকিট কাউন্টারেও দুই পলাতক ছাত্রীর ছবি দেখায়। টিকিট কাউন্টারের কর্মীরা দুই ছাত্রীকে কলকাতাগামী বাসে চাপতে দেখার কথা জানালে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ওই বাসের কন্ডাক্টরকে ফোন করে বাসে ছাত্রীদের উপস্থিতির কথা জেনে ডানকুনি থানার সঙ্গে যোগাযোগ করে দুই ছাত্রীকে উদ্ধার করে। এদিকে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে দুই ছাত্রীর পাঁচিল টপকে পালিয়ে যাওয়ায় অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগরে দেন। স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। একই সঙ্গে পুলিশের তৎপরতায় মেয়েদের ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানান স্কুল পালানো দুই ছাত্রীর পরিবার। কয়েকদিন আগে দুর্গাপুরের আর এক ইংরাজী মধ্যম স্কুল থেকে দুই ছাত্রী একই ভাবে পালিয়ে যায়। পরে তাদের বীরভূমের নলহাটি বাস স্ট্যান্ড থেকে পুলিশ ধরে। স্কুল কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই ভাবে একের পর এক স্কুল থেকে ছাত্রী পালানোর ঘটনায় অভিভাবকরা আতঙ্কিত।

Like Us On Facebook