একদিকে ভাঙা ব্রিজ দিয়ে বাস ও ভারী যানবাহন চলাচল অপরদিকে দ্রুত নতুন ব্রিজের নির্মাণ কাজ চলছে। দুই এর ফেরে বাঁকুড়া ব্রিজ সহ গোটা এলাকায় নিত‍্য যানযটে পথ চলতি মানুষের নাভিশ্বাস উঠেছে। কি ভাবে বাঁকুড়া ব্রিজ সহ বাঁকুড়া মোড় এলাকা যানযট মুক্ত করা যায় সেই প্রশ্নের উত্তর খুঁজতে দুর্গাপুরের মহকুমাশাসক ডা. শ্রীকান্থ পাল্লীর নেতৃত্বে আসানসোল-দুর্গাপুর পুলিশের দুর্গাপুরের আধিকারিকরা বাঁকুড়া মোড় পরিদর্শন করেন।

এদিন দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী, দুর্গাপুর ট্রাফিক পুলিশের এসিপি শাশ্বতি সামন্ত, ট্রাফিক পুলিশের ওসি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা বাঁকুড়া মোড় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন বাঁকুড়া মোড়ের যানযট মুক্ত করতে আজকের এই প্রশাসনিক পরিদর্শন। আশা করছি পুজোর আগেই সমস্যা সমাধান করা সম্ভব হবে।

Like Us On Facebook