এবার নিশিযাপন অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে বিভিন্ন অভাব অভিযোগ শুনতে সরাসরি হাজির হলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠী ও জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি। বুধবার রাতে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি গ্রামে নিশিযাপন অনুষ্ঠানে গ্রামের মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনতে আসেন জেলার দুই প্রধান কর্তা। গত এক বছর ধরে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বিভিন্ন ব্লকে গিয়ে বিডিওদের সঙ্গে নিয়ে গ্রামের মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনে জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এবার জেলা ভাগের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টাকে বাস্তব করতে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে জেলার সমস্ত কর্তারাই গ্রামের মানুষের দুয়ারে হাজির হলেন।
Like Us On Facebook