দুর্গাপুরের ছেলে কৌস্তুভ ঘোষ কমনওয়েলথ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক জয় করে দুর্গাপুরের নাম উজ্জ্বল করল। সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত সপ্তম কমনওয়েলথ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করছেন দুর্গাপুরের রঘুনাথপুর-মধুপল্লির কৌস্তুভ ঘোষ। কৌস্তুভ বর্তমানে বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগের ছাত্র।

নিজের স্বপ্নকে সফল করতে কঠিন অধ্যবসায় ও পরিশ্রম দিয়ে নিজেকে তৈরি করে সোনা জেতার লক্ষ্যে সুদূর সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত সপ্তম কমনওয়েলথ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পাড়ি দেন় কৌস্তুভ।‌ বেঞ্চ প্রেস, ক্লাসিক বেঞ্চপ্রেস, স্কোয়াট, ডেডলিফট ও সার্বিক পাওয়ার লিফটিং ইভেন্টে রূপো জয় করেও কেবল মাত্র প্রয়োজনীয় কস্টিউমের অভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা কঠিন হয়ে যাওয়ায় সোনা জেতার স্বপ্ন সফল হল না এমনই দাবি কৌস্তভের। প্রথমে চারটি রূপো ও ক্লাসিক বেঞ্চ প্রেসে তৃতীয় স্থান অধিকার করে একটি ব্রোঞ্জ পান কৌস্তুভ। কিন্তু দ্বিতীয় স্থানাধিকারী রূপো জয়ী ডোপ টেস্ট না করানোয় তার পদক বাতিল করা হয়। স্বাভাবিক ভাবেই কৌস্তুভ তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসেন এবং ব্রোঞ্জের পরিবর্তে রূপোর পদক অর্জন করেন। এবং কৌস্তভের সংগ্রহিত রূপোর পদক সংখ‍্যা দাঁড়ায় পাঁচ। যাই হোক ঘরের ছেলের কমনওয়েলথ গেমসে ‌পদক জেতায় দুর্গাপুরের সমস্ত মানুষের সঙ্গে প্রশাসনিক মহলও খুশির কথা জানায়।

Like Us On Facebook