দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে আদিবাসী মহিলার উপর নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে সোমবার পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী গাঁওতার পক্ষ থেকে দুর্গাপুরে সাঁওতালি সমাজের মানুষ দুর্গাপুর মহকুমা শাসক শঙ্খ সাঁতরাকে ডেপুটেশন দিলেন।
সোমবার আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিছিল করে এসে দুর্গাপুর মহকুমা কার্যলয়ের সামনে আদিবাসী মহিলার নিপীড়ন নিয়ে সোচ্চার হন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষেরকে জানানোর বিষয়ে আশ্বাস দেন আদিবাসী গাঁওতার সদস্যদের।
Like Us On Facebook