মঙ্গলবার রাজ্যের ট্রাফিক এডিজি বিবেক সহায়ের নেতৃত্বে একটি চার সদস্যের প্রতিনিধিদল পুর্ব বর্ধমান জেলার বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়ক পরিদর্শন করেন। সড়কের অতি দুর্ঘটনা প্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট গুলি চিহ্নিত করেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি প্রতিনিধি দলের সদস্যরা ট্রাফিক সিগন্যাল গুলিও সরজমিনে দেখেন। দুর্ঘটনা এড়াতে ব্ল্যাক স্পট গুলিতে বসানো হবে ওয়াচ টাওয়ার। বসবে রাস্তার বিভিন্ন পয়েন্টে সিসিটিভি। ওয়াচ টাওয়ার থেকে মাস ছয়েক গোটা বিষয়টি পর্যালোচনা করা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এডিজি ট্রাফিক। জানা গেছে প্রাথমিকভাবে রাজ্যে ২৫ টি ওয়াচ টাওয়ার বসবে, তার মধ্যে পুর্ব বর্ধমানের আটটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় বসানো হবে আটটি ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ার থেকে কর্মীরা নজরদারি চালাবেন বিভিন্ন গাড়ির গতিবিধির উপর। দুর্ঘটনা রোধে ওই ২৫ টি টাওয়ার কার্যকরী হলে পরবর্তী পর্যায়ে রাজ্যে আরও ১২৫ টি ওয়াচ টাওয়ার বসানো হবে। এদিন ওই প্রতিনিধিদল বর্ধমান শহর সহ ভাতার, মেমারি, কাটোয়ার বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকা ঘুরে দেখেন।
Like Us On Facebook