মঙ্গলবার বর্ধমান জেলা সর্বশিক্ষা দপ্তরের ওয়েবসাইটকে হ্যাক করল হ্যাকাররা। এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে প্রশাসনিক মহলে। এদিন সকালে ওয়েবসাইটে কাজ করতে গিয়ে প্রথম দপ্তরের লোকজন বিষয়টি দেখতে পান। সর্বশিক্ষা দপ্তরের নিজস্ব ওয়েবসাইট খুললেই সেখানে ভেসে উঠতে থাকে হ্যাকারদের আপলোড করা ছবি এবং মেসেজ। এই এঘটনায় কর্মী মহলে আতঙ্ক দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই কর্মীরা সাইটটিকে হ্যাকমুক্ত করে ফের নিজেদের কাজ করতে থাকেন। কিন্তু এর কিছুক্ষণ পর দুপুর থেকেই ফের হ্যাকাররা ওয়েবসাইটটিকে হ্যাক করে। ফলে পুরো সার্ভারকেই ব্লক করে দিতে হয়।
জানা গেছে, চলতি সময়ে কন্যাশ্রী সহ সর্বশিক্ষা প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ চলছে। আগামী ২৫ জুলাই গোটা রাজ্যের সঙ্গে বর্ধমান জেলা জুড়ে কন্যাশ্রী দিবসকে ব্যাপকভাবে পালন করার উদ্যোগ শুরু হয়েছে। এবারই প্রথম বর্ধমান জেলার ৭৫০০ কন্যাশ্রী ক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ ধরণের কন্যাশ্রী ব্যাজও।
জেলা সর্বশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ সময়ে এভাবে বিদেশি সংগঠন ওয়েবসাইট হ্যাক করে নেওয়ায় কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে, প্যারাটিচারদের বিএড ট্রেনিং সংক্রান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এদিনই একটি নির্দেশিকা জারী হওয়ার কথা থাকায় অনেকেই ছিলেন ওয়েবসাইটমুখী। কিন্তু এদিন এই হ্যাকিং-এর ঘটনায় তাঁরাও ঘাবড়ে যান। যদিও এদিন এই বিষয়ে জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরী জানিয়েছেন, ‘এদিন বিকেলে তাঁর নজরে বিষয়টি আসার পরই সাময়িকভাবে সার্ভার ব্লক করে দেওয়া হয়। হ্যাকাররা ওয়েবসাইট হ্যাক করলেও কোন তথ্য তাঁরা নিতে পারেনি বা নষ্ট করতে পারেনি। ফলে কোন ক্ষতি হয়নি।’