আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে সোমবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সোমবার এই নম্বর চালু করার কথা ঘোষণা করেন। ৭০০১৯৯৯৯৮৯ -এই হোয়াটসঅ্যাপ নম্বরে এডিডিএর বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্য যেমন জানা যাবে তেমনই বিভিন্ন অভিযোগও জানাতে পারবেন ভুক্তভোগীরা। এডিডিএর চেয়ারম্যানের দাবি হোয়াটসঅ্যাপ নম্বরের পর উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আড্ডা খুব শীঘ্রই মোবাইল পেমেন্ট পরিষেবা চালু করতে চলেছে। গত চার মাসে অনলাইন পেমেন্ট চালু করার পর আড্ডায় ২ কোটি টাকা অনলাইন পেমেন্ট জমা পড়েছে বলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় জানান।
Like Us On Facebook