.

আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দখলদারদের উচ্ছেদ করতে এসে বাধার মুখে পড়ে পিছু হটল। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুর্গাপুরের মুচিপাড়া এলাকায়। জানা গেছে, জবরদখল উচ্ছেদ করার নোটিশ দিতে এসে বাধার মুখে পড়ল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুচিপাড়া এলাকায়। মুচিপাড়ার একটি মার্কেট কমপ্লেক্সের ঠিক উল্টোদিকেই রয়েছে একাধিক দোকান, সবই অবৈধ বলে অভিযোগ। শনিবার ওইসব অবৈধ দোকান ভাঙা হবে বলে নোটিস দিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন এডিডিএ-র আধিকারিকরা। স্থানীয় দোকানদাররা এডিডিএ আধিকারিক অর্পণ চ্যাটার্জীকে ঘিরে বিক্ষোভ দেখান। ফলে ফিরে যেতে বাধ্য হন ওই আধিকারিক সহ অন্যান্য কর্মীরা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। তবে, এদিন দুর্গাপুরের বিধাননগরে উচ্ছেদ অভিযান চালায় এডিডিএ। সেখানে অবশ্য কোন বাধার মুখে পড়তে হয়নি। বিধাননগরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের আশপাশের বেশ কিছু দোকান এদিন ভেঙে দেয় এডিডিএ কতৃপক্ষ।

Like Us On Facebook